বাংলাদেশ দল ভুল থেকে শিক্ষা নিতে পারছে না বলে মনে করছেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বাংলাদেশ দলের সমালোচনা এখন চারদিকে। আর সে সমালোচকদের বাইরে নন সাবেক অধিনায়ক আকরাম খানও। তিনি বলেন আমরা প্রতি ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারছি না। তবে যখনই আমাদের ভুলগুলো কমিয়ে আনা সম্ভব হবে তখনই আমরা ভালো খেলতে পারবো বলে জানান তিনি। গতকাল শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন এই বোর্ড পরিচালক। আকরাম খান বলেন, আমার মনে হয় আমাদেরকে আরও স্মার্ট হতে হবে। যে ভুল করি তা অন্যান্য দল কম করে। শেষ ম্যাচে আমরা নো বল, ওয়াইড বল মিলিয়ে ১২ রান দিয়েছি। তবে পরে বোলিং করলে নানান কারণে এটি হতে পারে। এগুলো কমিয়ে আনতে হবে এবং যত কম করবো ভালো ম্যাচগুলো আমরা তত বেশি জিততে পারবো। তিনি বলেন একটি বিষয় আমার ভালো লেগেছে যে আগের ম্যাচের চেয়ে শেষ ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করেছে। ম্যাচটি পুরোপুরি আমাদের আয়ত্বে ছিল। তবে শেষ দুই-তিনটি ওভারে আমরা হেরে গেছি। তবে এভাবে যদি আমরা পারফর্ম করতে পারি তাহলে দিনে দিনে আমাদের খেলা আরও উন্নত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির আন্ত:বিভাগ ফুটবল লিগ শুরু
পরবর্তী নিবন্ধসমর্থকদের জন্য দুঃখ প্রকাশ করলেন সাকিব