বাংলাদেশ দলে জায়গা হচ্ছে না জিকো, তপু, মোরসালিনের!

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

মালদ্বীপে এএফসি কাপ শেষে বিমানবন্দরে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার। বিদেশ থেকে ৬৪ বোতল মদ নিয়ে এসেছিলেন তারা। এর জন্য গোলকিপার আনিসুর রহমান জিকো, দুই ডিফেন্ডার তপু বর্মণ ও রিমন হোসেন, ফরোয়ার্ড শেখ মোরসালিন ও তৌহিদুল আলম সবুজকে অনির্দিষ্টকালের জন্য ক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জানানো হয়েছিল। গতকাল বুধবার বাফুফের সভাতে নিষিদ্ধ খেলোয়াড়দের জাতীয় দলে না নেওয়ার ইঙ্গিত মিলেছে। গতকাল সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন,মূলত এটা কোচের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় না তাদের দলে নেওয়া হবে। একটা ক্লাব যখন শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, চিঠি দিয়ে ফেলেছে তখন কোচের জন্যও সেই খেলোয়াড়দের দলে রাখা কঠিন।’ নির্বাহী কমিটির সভায় বাফুফে সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের কোনও কর্মকর্তা শৃঙ্খলা ভেঙেছেন কিনা তা উদঘাটনে তদন্ত কমিটি করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। প্রতিবেদন পাওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

পূর্ববর্তী নিবন্ধকাবাডিতে হার বাংলাদেশের
পরবর্তী নিবন্ধমালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ