একদিন আগে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেছেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলারের বাবা–মা লন্ডন দূতাবাসে গিয়ে তার পাসপোর্ট নিয়ে এসেছেন। এবার হামজা নিজেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলে খেলার আগ্রহ প্রকাশ করে বাফুফের কাছে আবেদনপত্র দিয়েছেন। হামজার আবেদনপত্র পেয়ে বাফুফে তার ছাড়পত্রের জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছে। ছাড়পত্র পেলে তখন ফিফার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই হামজার বাংলাদেশ দলে খেলতে কোনও বাধা থাকবে না। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আমরা আশা করছি হামজাকে দ্রুত পাবো। ও আমাদের হয়ে খেলতে চিঠি দিয়েছে। এরই মধ্যে বাফুফে থেকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি সবকিছু দ্রুত হবে।’