বাংলাদেশ দলের সেফ দ্যা মিশন সিরাজউদ্দিন মো. আলমগীর

সাউথ এশিয়ান গেমস

| বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

আগামী ২৩ হতে ৩১ জানুয়ারি ২০২৬ পাকিস্তানে ১৪তম সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার ২৬টি ডিসিপ্লিনে দল প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। এবারের সাউথ এশিয়ান গেম্‌স এ বাংলাদেশ কন্টিনজেন্টের সেফ দ্যা মিশন মনোনীত হয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর। ২০২২ খ্রি তুরস্কে অনুষ্ঠিত ৫ম ইসলামিক সলিডারিটি গেম্‌সএ সফলতার সাথে সেফ দ্যা মিশনের দায়িত্ব পালন করেন তিনি। এই প্রথম কোন কর্মকর্তা ২টি আর্ন্তজাতিক ইভেন্টে সেফ দ্যা মিশন মনোনীত হলেন। অভিজ্ঞ ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মো. আলমগীর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের উপপরিচালক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ ও আনোয়ারার শুভসূচনা
পরবর্তী নিবন্ধটেস্ট ক্রিকেটে পূরণ করলেন দুইশ উইকেট সাকিব-তাইজুলকে পেছনে ফেললেন মিরাজ