গত কয়েক বছরে নিয়মিতই নিউজিল্যান্ড সফরের সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবারের সফরও নিশ্চিত হয়েছে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। আগামী ডিসেম্বরে হবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজ। নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে এখানে আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপরই বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। সুচি অনুযায়ী ১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২০ ডিসেম্বর নেলসনে এবং ২৩ ডিসেম্বর নেপিয়ারে। ২৭ ডিসেম্বর টি–টোয়েন্টি সিরিজ শুরু নেপিয়ারেই। পরের দুই টি–টোয়েন্টি ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে। গত ৮ বছরের মধ্যে নিউজিল্যান্ডে বাংলাদেশের ষষ্ঠ সফর হবে এটি।