বাংলাদেশ ত্রিরত্ন সংঘের কৃষি উপকরণ বিতরণ

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পার্বত্য বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে ৭০ পরিবারের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ ত্রিরত্ন সংঘের ব্যবস্থাপনায় গত ১৭ মে পুড়ে যাওয়া তালুকদার পাড়ায় এসব উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের দাতা বাবু মনোরঞ্জন বড়ুয়া এবং মিনতী বড়ুয়া মীনার অর্থায়নে এসব উপকরণ বিতরণকালে মনোরঞ্জন বড়ুয়া বলেন, আগুনে পুড়ে গেলে সেখানে কিছুই অবশিষ্ট থাকে না। পরিবারগুলো যখন কৃষি নির্ভর তখন তাদের চাহিদা অনুযায়ী বিনামূল্যে কৃষি উপকরণ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
আগামীতেও আমরা এরকম বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ভদন্ত সুরিয়নন্দ ভিক্ষু ও সদস্য নয়ন বড়ুয়াসহ ক্ষতিগ্রস্ত এলাকার পাড়া প্রধান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমরা সবাই রাজা !
পরবর্তী নিবন্ধনিরাপদ সড়কের দাবিতে ছাত্র ইউনিয়নের মিছিল