বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পরিশোধিত মূলধন ৪শ থেকে ৬শ’ কোটিতে উন্নীত

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. এর পরিশোধিত মূলধন সম্প্রতি ৪শ’ কোটি টাকা হতে ৬শ’ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। বর্ধিত ২শ কোটি টাকা মূল্যমানের ২ কোটি কাগুজে শেয়ার অর্থ মন্ত্রণায়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে গতকাল বুধবার তাঁর অফিস কক্ষে হস্তান্তর করা হয়। এসময় ব্যাংকের চেয়ারম্যান আহমেদ ইসমেত, ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মো. জসীম উদ্দীন ও কোম্পানি সেক্রেটারি কামাল উদ্দিন আহমেদ মোল্লা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ লিয়াকত স্মৃতি সংসদের সভা
পরবর্তী নিবন্ধহযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ