বাংলাদেশ টাইগার্সের নাম ঘোষণা

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

জাতীয় দলের ছায়া দল হিসেবে ঘোষিত বাংলাদেশ টাইগার্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দলটির ক্যাম্প। সদ্য শেষ হওয়া বিপিএল ও এর আগে হওয়া জাতীয় লিগ, বিসিএলে পারফর্ম করা ক্রিকেটাররা এই দলের জায়গা পেয়েছেন। বাংলাদেশ টাইগার্স: মোমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ শাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, আনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, মো. তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসাইন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধগহিরা আছাদ চৌধুরী বাড়ী আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সুলতান উল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু