বাংলাদেশ জুডো ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সাবেক কৃতী ক্রিকেটার ও এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ফিরোজ আহমেদ। গত ৫ আগস্ট দেশে পট পরিবর্তনের পর সবগুলো ক্রীড়া ফেডারেশন ভেঙ্গে দেওয়া হয়। এরপর একে একে গঠন করা হয় ফেডারেশনগুলো। এরই মধ্যে বেশিরভাগ ফেডারেশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। সবশেষ যে পাঁচটি ফেডারেশনের কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ জুডো ফেডারেশন। গত ১৯ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল আসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই এডহক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। যেখানে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ফিরোজ আহমেদকে। চট্টগ্রাম ক্রিকেট লিগে এলিট পেইন্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। তিনি ২০০৮ সালে তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকেরও দায়িত্ব পালন করেন। ফিরোজ আহমেদ ছাড়াও এরই মধ্যে ঘোষিত বিভিন্ন ফেডারেশনের মধ্যে কারাতে ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের আরেক ক্রীড়া সংগঠক শাহজাদা আলম। আর সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু হেনা মোস্তফা কামাল টুলু।