বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলের চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছে মহেশখালীর সন্তান আলিমুল ইসলাম আদিব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে অন্যান্যদের সাথে জায়গা করে নিয়েছে এই ক্ষুদে ক্রিকেটার। আদিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ধরে অনুশীলন করে আসছিলেন।
মহেশখালী অফসোর হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুন নাহার দম্পতির কনিষ্ঠ সন্তান আদিব উপজেলার হোয়ানক ইউনিয়নের সন্তান। তার এই অর্জনে আদিবের পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও মহেশখালীর ক্রীড়াঙ্গন আনন্দিত।