বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলন ৬ অক্টোবর

| বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামী ৬ অক্টোবর প্রীতি সম্মিলন ও সেমিনার অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় নানা আয়োজনের মধ্য দিয়ে ফয়’স লেকের সী ওয়ার্ল্ডে জনসংযোগবিদদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে। সম্মিলনে ‘চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষিতে জনসংযোগ পেশার চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার, আনন্দ আড্ডা, কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এস এম বজলুর হক রানা। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জনসংযোগ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান টিপু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি অভীক ওসমান।

সম্মিলন সফল করার লক্ষ্যে গত ৩ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অভীক ওসমানের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী ও আয়োজক কমিটির আহ্বায়ক খলিলুর রহমান অনুষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরেন। এ সময় অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য মোসতাক খন্দকার, জান্নাতুল ফেরদৌস, ফেরদৌস আরা, মোকাম্মেল হক খান, রাশেদ পারভেজ, সেলিম আহমেদ, রাসেল সরদার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্যাংশন দিলে বাংলাদেশও দেবে : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে এতিমখানার ছাত্রদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ