বাংলাদেশ গেম্‌স দাবায় তনিমার রৌপ্য পদক লাভ

| সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১২:১৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে আরো একটি পদক পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। গেমসের মহিলা একক ব্লিট্‌জ দাবায় চট্টগ্রাম বিভাগের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন ৭ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক লাভ করে। এই ইভেন্টে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে সাত পয়েন্ট নিয়ে স্বর্ণ এবং রাজশাহীর উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। গত শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে মহিলা একক র‌্যাপিড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বিকালে পুরুষ একক ব্লিটজ দাবা ও মহিলা একক ব্লিটজ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ডঃ শোয়েব রিয়াজ আলম পদক প্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে পদক বিতরণ করেন। চট্টগ্রাম বিভাগের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন এর রৌপ্য পদক অর্জনে অভিনন্দন জানিয়েছেন সংস্থার সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি, সংস্থার সহ-সভাপতি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এবং সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।

পূর্ববর্তী নিবন্ধতাণ্ডবের পরেও হেফাজতের নেতাকর্মীদের বিচার হয় না
পরবর্তী নিবন্ধরোগের কষ্ট সইতে না পেরে যুবকের আত্মহত্যা