বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের দশম দিন আজ। আজ অনুষ্ঠিত হবে গেমসের অন্যতম আকর্ষনীয় ইভেন্ট ক্রিকেটের ফাইনাল। গেমসের অন্যতম ডিসিপ্লিন ক্রিকেটের স্বর্ণের লড়াই হবে আজ শনিবার। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। লিগ পর্বে তিন ম্যাচে দুটি করে জয় নিয়ে ফাইনালে উঠেছে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। লিগ পর্বে দুই দলের লড়াইয়ে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন ৩ উইকেটে জিতেছিল।
এদিকে গতকাল নবম দিনে শেষ হলো কাবাডির পুরুষ ও নারী বিভাগের খেলা। পল্টন ময়দান সংলগ্ন কাবাডি স্টেডিয়ামে দুই বিভাগের স্বর্ণের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। মেয়েদের ফাইনালে মাত্র এক পয়েন্টে হেরে কান্নায় ভেঙ্গে পড়ে পুুলিশের খেলোয়াড়রা। ১৫-১৪ পয়েন্টে জিতে আনসারের মেয়েরা উল্লাসে মাতে । অন্যদিকে পুরুষদের ফাইনালে জমজমাট লড়াইয়ের পর বর্ডার গার্ড বাংলাদেশ ২৪-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। শুরু থেকেই তীব্র লড়াই হয়েছে ফাইনালে। শেষ পর্যন্ত স্বর্ণজয়ের হাসি হেসেছেন বর্ডার গার্ড বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা।