বাংলাদেশ গেমস্‌ে চট্টগ্রাম জেলা উশু দলের পদক লাভ

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৬:৫৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশে গেমসের উশু ইভেন্টে চট্টগ্রাম জেলা দল পদক লাভ করেছে। বিকেএসপিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত উশু খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রাম জেলা ১ টি ব্রোঞ্জ ও ২ টি সিলভার পদক লাভ করে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সিজেকেএস কাউন্সিলর মো. এনামুল হক ও কোচের দায়িত্বে ছিলেন সাবেক উশু খেলোয়াড় মো. নবাব।
সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন ও উশু কমিটির চেয়ারম্যান চন্দন ধর ও সম্পাদক মিসেস রেজিয়া বেগম ছবি উশু দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ম্যাচেই সাকিবকে খেলাতে চায় কলকাতা!
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত আকরাম খান