বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেম্স এর দলগত মহিলা সাইক্লিং প্রতিযোগিতায় ব্রোঞ্চ পদক অর্জন করেছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা সাইক্লিস্ট দল। ৩০ কি.মি. রোড টিম টাইম ট্রায়াল, ১২০০ মিটার টিম টাইম ট্রায়াল এবং ২০০০ মিটার টিম প্যারাস্যুট এই ৩টি পৃথক ইভেন্টে অংশগ্রহণ করে চট্টগ্রাম বিভাগীয় মহিলা সাইক্লিস্ট দল। আর তাতে ব্রোঞ্জ পদক জিতে সন্তুষ্ট থাকতে হয় চট্টগ্রাম বিভাগীয় দলকে। দলের খেলোয়াড়রা হলেন স্নিগ্ধা আক্তার, আজিজা সুলতানা, নাসিমা আক্তার, আঞ্জুমান। এদিকে বিভাগীয় মহিলা সাইক্লিস্ট দলের ব্রোঞ্জ পদক অর্জনে অভিনন্দন জানিয়েছেন সংস্থার সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি, সংস্থার সহ-সভাপতি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এর সাধারণ সম্পাদক মো. তাহের-উল আলম চৌধুরী স্বপন।