বাংলাদেশ গেমসে অংশ নিতে ঢাকা গেল চট্টগ্রাম জেলা হ্যান্ডবল ও বাস্কেটবল দল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৪:৫২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের হ্যান্ডবল প্রতিযোগিতা আগামী ২-৪ এপ্রিল ঢাকা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দল গতকাল ১ এপ্রিল ঢাকার উদ্দেশে যাত্রা করে। চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের ম্যানেজারের দায়িত্বে আছেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ এবং প্রশিক্ষকের দায়িত্বে আছেন হায়দার আলী। এদিকে বাংলাদেশ গেমসের বাস্কেটবল প্রতিযোগিতা আগামী ৪-৮ এপ্রিল ঢাকা ধানমন্ডি জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা বাস্কেটবল দল কাল ৩ এপ্রিল চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। চট্টগ্রাম জেলা বাস্কেটবল দলের ম্যানেজারের দায়িত্বে আছেন সিজেকেএস বাস্কেটবল কমিটির যুগ্ম সম্পাদক ফজল রব্বান সুইট এবং প্রশিক্ষকের দায়িত্বে আছেন সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু। যাত্রার প্রাক্কালে চট্টগ্রাম জেলা হ্যান্ডবল এবং বাস্কেটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাত করে। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য ও হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর, সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. দিদারুল আলম, সিজেকেএস হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান এইচ.এম সোহেল, সম্পাদক আছলাম মোরশেদ, কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, সিজেকেএস বাস্কেটবল কমিটির সম্পাদক ও সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, সিজেকেএস নির্বাহী সদস্য মোহা. শাহজাহান, নাসির মিঞা, কমিটির যুগ্ম সম্পাদক ফজল রব্বান সুইট, সদস্য ও সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপের কোয়ার্টার ফাইনালে শোভনীয়া ও ফরিদ একাডেমি
পরবর্তী নিবন্ধএখনো শিখছেন বলে জানালেন লিটন