বাংলাদেশ গেমসে অংশ নিতে গেল চট্টগ্রামের রাগবি,অ্যারচারী এবং টেবিল টেনিস দল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের রাগবি,অ্যারচারী এবং টেবিল টেনিস ইভেন্টে চট্টগ্রাম জেলা দল অংশ নেবে। এ উপলক্ষে ইতিমধ্যেই চট্টগ্রাম জেলা দল গঠন করা হয়েছে। গেমসের রাগবি প্রতিযোগিতা আগামী ২-৫ এপ্রিল রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম রাগবি দল গতকাল ৩১ মার্চ রংপুরের উদ্দেশে যাত্রা করে। যাত্রার প্রাক্কালে চট্টগ্রাম রাগবি দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করে। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস রাগবি কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. দিদারুল আলম, সিজেকেএস রাগবি কমিটির সম্পাদক প্রবীন কুমার ঘোষ, সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, কাউন্সিলর এইচ.এম সোহেল প্রমুখ। চট্টগ্রাম জেলা রাগবি দলের ম্যানেজার মো. সালাউদ্দিন, সহকারী ম্যানেজার ইঞ্জিনিয়ার নুরুজ্জামান এবং প্রশিক্ষকের দায়িত্বে আছেন মো. মামুনুর রহমান। উল্লেখ্য, গাইবান্ধা জেলার সাথে আগামীকাল ২ এপ্রিল চট্টগ্রাম জেলা দলের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। এদিকে আগামী ২-৭ এপ্রিল শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে গেমসের অ্যারচারী ইভেন্ট অনুষ্ঠিত হবে। গেমসে অংশগ্রহনের লক্ষ্যে সিজেকেএস কাউন্সিলর ডা. সৈয়দ সাইফুল ইসলামকে ম্যানেজার এবং সিজেকেএস আরচ্যারী কমিটির সদস্য হারুন অর রশীদকে প্রশিক্ষক মনোনীত করে ৪ জন খেলোয়াড়সহ ৬ সদস্যের একটি চট্টগ্রাম জেলা আরচ্যারী দল গঠন করা হয়েছে। দলটি আগামীকাল ২ এপ্রিল সকাল ৭ টায় ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবে।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের টেবিল টেনিস ইভেন্ট আগামী ২-৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহনের লক্ষ্যে সিজেকেএস কাউন্সিলর ও টেবিল টেনিস কমিটির সদস্য মো. সাইফুল আলম বাপ্পিকে ম্যানেজার এবং কমিটির সম্পাদক মো. হারুন রশিদকে প্রশিক্ষক মনোনীত করে ৫ জন খেলোয়াড়সহ ৭ সদস্যের চট্টগ্রাম জেলা টেবিল টেনিস দল গঠন করা হয়েছে। জেলা দলের খেলোয়াড়রা হলেন যথাক্রমে ভিবু প্রসাদ বিশ্বাস, সেলিমুল করিম স্বাধীন, দেব চাকমা, মফিক উজ জামান অন্তর, পা অং ভম। জেলা দল আজ ১ এপ্রিল সকাল ৭ টায় ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবে।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় মার্শাল আর্ট একাডেমির ছাত্রদের বেল্ট প্রদান সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপের কোয়ার্টার ফাইনালে শিকলবাহা