বাংলাদেশ গেমসের সাংক্লিংয়ে চট্টগ্রাম জিতল তিনটি পদক

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের গতকালের দিনটা বেশ ভালই কেটেছে চট্টগ্রামের। একটি স্বর্ণ পদক সহ তিন ইভেন্টে তিনটি পদক জিতেছে চট্টগ্রাম। যারমধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার রাকিবুল ইসলাম পুরুষদের ৩০ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালে ৪৫ মিনিট ৫৯.০৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছে। এছাড়া নারীদের ৬০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার স্নিগ্ধা আক্তার, আজিজা সুলতানা, নাসিমা আক্তার ও আঞ্জুমান ১ ঘন্টা ০২.৮৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করে। এছাড়া পুরুষদের ৬০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দবির আলম, পাভেল আজাদ, আলাউদ্দিন ও রাফাত মজুমদার ১ ঘণ্টা ৩৫ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাইক্লিং সম্পাদক এবং সাবেক জাতীয় সাইক্লিং তারকা আবু হেনা মোস্তাফা কামাল টুলু জানান, বিশ বছর আগে তিনি যখন খেলেছিলেন তখন চট্টগ্রাম সাইক্লিংয়ে পদক জিতেছিলেন। বিশ বছর পর আবার পদক জিতল চট্টগ্রাম। আর এবারেও তিনি দলের সাথে যুক্ত। তবে কর্মকর্তা হিসেবে। আর তাতেই তিনি আনন্দিত। ভবিষ্যতে চট্টগ্রামের সাইক্ল্‌িংকে আরো ভাল করতে চান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ানের আকাশসীমায় ফের চীনা যুদ্ধ বিমান
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলে পটিয়া এবং আনোয়ারা ফুটবল একাডেমি জয়ী