চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল বাংলাদেশ খো খো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ঢাকায় বাংলাদেশ খো খো ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় মো. লুৎফুল করিম সোহেল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া ফোরাম পরিষদের প্রেসিডেন্ট আ.জ.ম নাছির উদ্দীন, সিজেকেএস খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর এবং বাংলাদেশ খো খো ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক ফজলুল রহমান বাবুলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।