বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর ও জেলার উদ্যেগে আগামী কাল শনিবার দুপুর ২টায় লালদিঘী ময়দানে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা আলী উসমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। গণসমাবেশে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস’ চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।