দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য সফরকারী বাংলাদেশ কিউই পেসার ট্রেন্ট বোল্টের প্রশংসা পেয়েছে। তৃতীয় দিনের খেলা শেষে সোমবার সংবাদ সম্মেলনে বোল্ট বলেন, এই ম্যাচে বাংলাদেশ খেলছে সত্যিকারের টেস্ট ক্রিকেট। ‘বাংলাদেশ খুব, খুব ভালো খেলেছে। দারুণ দৃঢ়তায় এখন পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে ওরাই। আমাদের একের পর এক স্পেল করে যেতে বাধ্য করেছে। এটাই আসলে টেস্ট ক্রিকেট। আমরা এখন যে অবস্থায় আছি তাতে ম্যাচ হাতে থেকে খুব একটা বেরিয়ে যেতে দেইনি। শেষ বেলায় দুটি উইকেট নিতে পেরে বেশ ভালো হয়েছে।’ ম্যাচে যতই লড়াই করুক, নিউজিল্যান্ডে শেষ পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে হারে বাংলাদেশ। এই জন্য কি তাদের হালকা করে দেখেছে নিউজিল্যান্ড? বোল্ট এমন কিছু মনে করেন না। ‘আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলি, ঘরে ও বাইরে দুই জায়গাতেই। এখানে ওরা অত্যন্ত ভালো ব্যাটিং করেছে। ওরা উন্নতি করছে। আমরা ওদের হালকাভাবে নিইনি। খুব রোমাঞ্চকর লাগছে যে, ম্যাচ এখনও সমতায় আছে। দুই দলের জন্যই বড় পরীক্ষা হতে যাচ্ছে এই ম্যাচ।’