বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হলেন পোথাস

| শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। দুই বছরের চুক্তিতে বাংলাদেশের সহকারী কোচ হয়ে কাজ করবেন ৪৯ বছর বয়সী পোথাস।

 

আগামী মাসে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন তিনি। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে পোথাসের প্রথম অ্যাসাইনমেন্ট। এক দশকেরও বেশি সময় ধরে কোচিং পেশার সাথে জড়িত পোথাস। ২০১৭১৮ মৌসুমে শ্রীলংকা এবং ২০১৮১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজে

প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের সহকারী এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন পোথাস। শ্রীলংকার ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশের সাথে চুক্তির আগে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সাথে যুক্ত ছিলেন পোথাস। খেলোয়াড়ী জীবনে দক্ষিণ

আফ্রিকার হয়ে ৩টি ওয়ানডে খেলে ২৪ রান করেছেন উইকেটরক্ষকব্যাটার পোথাস। প্রথম শ্রেনি ও লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজারের বেশি রান রয়েছে তার।

পূর্ববর্তী নিবন্ধউল্টো বাংলাদেশকে চাপে দেখছেন লরকান টাকার
পরবর্তী নিবন্ধবিসিবির পুরস্কারের টাকা পেলেন নারী ফুটবলাররা