বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং তার পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রার্থনার আয়োজন করেছেন সংগঠনের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য এডভোকেট উম্মে হাবিবা।
এসময় উপস্থিত ছিলেন বিজয়া সম্মেলন পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আশোক দাসসহ সংশ্লিষ্ট কমিরটির সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।