বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের কমিটি

কাজী সরোয়ার মনজু সভাপতি, ফজলুর রহমান সাধারণ সম্পাদক

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৬:১৬ অপরাহ্ণ

বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুল সমূহের মূলধারার সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: মিজানুর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু কে সভাপতি ও মোহাম্মদ ফজলুর রহমান কে সাধারণ সম্পাদক করে (২০২৫-২০২৭) গতকাল ৮ জুলাই ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের কার্যকরি কমিটি সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, সহ সভাপতি কাজী আবু বকর ছিদ্দিক চৌধুরী, হোসনে জাহান কলি, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ খলিল উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়া, অর্থ সম্পাদক আনজুমান আরা লুৎফা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ, শিক্ষা সম্পাদক মিসেস মালেকা আনোয়ার মায়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরিফ জামসেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো: আবু তাহের, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ শফিক উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো: এরশাদ হোসেন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মিসেস জান্নাতুল ফেরদৌস রক্সী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম. নুরুল আমিন, সহ শিক্ষা সম্পাদক ইয়াছমিন আকতার কুসুম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সোহাগ জোমাদ্দার, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রুমি বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, নির্বাহী সদস্য সাংবাদিক হাসান মুকুল, মো: ফরিদুল ইসলাম মাহমুদ, আলহাজ্ব ওসমান রানা, মিসেস উম্মে সালমা ও এমরান হোসেন সাগর।

নব নির্বাচিত কার্যকরি কমিটির সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের গোপন কক্ষে ৮ লক্ষ টাকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান