বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদ গঠিত

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল ও এসকেএসি বাংলাদেশের ২০২৫ ২০২৭ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা গত ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদষ্যরা হলেন প্রধান উপদেষ্টা শাহজাদা আলম ( সভাপতি বাংলাদেশ কারাতে ফেডারেশন), উপদেষ্টা আলহাজ্ব শামসুল আলম শামীম, ব্রিগেডিয়ার (অবঃ) শহিদুল্লাহ চৌধুরী, মোরশেদুল আলম কাদেরী, . টি. এম. কামরুদ্দিন চৌধুরী (তাহের), অনিন্দ্য টিটো, ফেরদৌস শিপন। কার্যনির্বাহী পরিষদ ২০২৫ ু ২০২৭ হলো সভাপতি আবু সাঈদ সেলিম, সহসভাপতি এস. এম. শাহাবুদ্দিন, . . বখতিয়ার, আখতার হোসেন, মানজুমা মোর্শেদ, সরওয়ার খসরু, ব্রিজেট ডায়েস, শিহাব সাগীর। সাধারণ সম্পাদক শিহান এ. বি. রনি, সহসাধারণ সম্পাদকশাহাদাত হোসেন, যুগ্ম সহসম্পাদক শাহাদাত উল্লাহ কাজেমী, যুগ্ম সহসম্পাদক সায়মা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, সহসাংগঠনিক সম্পাদক রোকন উদ্দীন, অর্থ সম্পাদক কাজী তারেক আজিজ, সহঅর্থ সম্পাদক রবিউল হাসান রবিন, মিডিয়া সম্পাদকসাংবাদিক এ. কে. আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ কিউ এম মহিউদ্দিন মাসুম, আইন বিষয়কসম্পাদক অ্যাডভোকেট মোঃ ইমরান উদ্দীন, আই. টি বিষয়ক সম্পাদকসাংবাদিক বিধান দাশ। কার্যকরী সদস্যরা হলেন নজরুল আজাদ, শাহেদুল হক শাহেদ, ইঞ্জিঃ সঞ্জয় দাশগুপ্ত, খায়রুল বাশার রানা, ইঞ্জিঃ মোঃ রফিকুল ইসলাম নান্টু, মোঃ জাফর, মোঃ মাঈনুল হক, ঊষা হলা মারমা, সোনিয়া শারমিন নুপুর, অরুণ বড়ুয়া, তামিম রাইয়ান খান, শ্রাবণ চৌধুরী, মোঃ ফখরুল আবেদীন ও এস এম মোরশেদ ।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে ১২ জন
পরবর্তী নিবন্ধসাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘এ’ দলের অধিনায়ক অঙ্কন