বালাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ড্রীম উইভারস কারাতে একাডেমীর বেল্ট ও সনদ বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল আলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ আবাসিক কল্যান সমিতির সাধারন সম্পাদক ও পাঁচলাইশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও ড্রীম উইভারস কারাতে একাডেমির উপদেষ্টা আবু সাঈদ সেলিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিকেএফ কে এস এর সহকারি কোচ আইয়ুব হোসেন, উষাহলা মারমা, রন্িজত নাথ, শহিদুল ইসলাম, মহিলা কোচ তাসপিয়া সিরাজ, তারিফাহ বিনতে রনি। কারাতে চিফ কোচ সেনসী এ বি রনির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য গত ১০-১২ ডিসেম্বর ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৬ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা চট্টগ্রামের জন্য সর্বোচ্চ জাতীয় পদক অর্জন করে।