বাংলাদেশ কঠোর প্রতিদ্বন্দ্বিতায় অভ্যস্ত নয় : এলগার

| শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

ডারবানে সিরিজের প্রথম টেস্ট শেষে স্লেজিংয়ের অভিযোগ করেছিলেন মোমিনুল। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাংলাদেশ এই কঠোর প্রতিদ্বন্দ্বিতায় অভ্যস্ত নয়। এলগার দাবি করেন, বাংলাদেশি ক্রিকেটারদের স্লেজিংয়ের জবাব হিসেবে তারা নাকি পাল্টা স্লেজিং করেছেন! তার ভাষায়, তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। বিশেষ করে দ. আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে ওরা যা বলেছে…। দেখুন, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। যদি কিছু হয়েও থাকে, সেটি আমরা প্রতি-উত্তর দিচ্ছিলাম। কারণ আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন আমরাও স্লেজিংয়ের শিকার হয়েছি। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহে খেলতে অভ্যস্ত নয় উল্লেখ করে এলগার কিছু উপদেশও দিলেন, ‘এটাই টেস্ট ক্রিকেট। এই স্তরে এসে খেলাটাই হয় পৌরুষদীপ্ত এবং আমি এখনো খেলাটি কঠোরভাবেই খেলতে চাই। তবে এর মানে এই নয় যে আমরা গালাগাল করব, বাজে ভাষায় কথা বলব। কারণ আমরা তাদের সম্মান করি। আমরা শুধু জবাব দিচ্ছিলাম, কারণ আমাদেরও স্লেজিং করা হয়েছে। আমার মনে হয় ওদের আরো কঠোর হওয়া উচিত। হয়তো ওরা এ পর্যায়ে খেলার জন্য অতটা অভ্যস্ত নয়।’

পূর্ববর্তী নিবন্ধবিকেএফকেএস’র পাঁচলাইশ শাখার সভায় কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধছেলেকে ক্রিকেটার বানাতে চান না সরফরাজ