‘বাংলাদেশ ও বৈশ্বিক রাজনীতি’ গ্রন্থের পাঠ উন্মোচন ও আলোচনা

| মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

পরিচয় চট্টগ্রামের উদ্যোগে সম্প্রতি নগরীর দোস্ত বিল্ডিংয়ে ড. মোজাফফর আহমদ চৌধুরী ও শিব প্রসাদ শূরের লেখা ‘বাংলাদেশ ও বৈশ্বিক রাজনীতি’ শীর্ষক গ্রন্থের পাঠ উন্মোচন ও আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন রাজনীতিক ভানু রঞ্জন চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক জাহিদুল করিম কচি।
আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট সুখময় চক্রবর্তী, মো. ছিদ্দিকুল ইসলাম, এ কে এম মোফাজ্জল হায়দার, অ্যাডভোকেট সবুজ তালুকদার, মিটুল দাশগুপ্ত, আহম্মদ মাঈনুল হাসান, আবদুল গফফার খান, আহমদ সুজা উদ্দিন, শাহেদ লতিফ ও মোহাম্মদ হারুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলন্ডনে আজীবন সম্মাননা পেলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন
পরবর্তী নিবন্ধ‘আতাউর রহমান খান কায়সার আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে কাজ করেছেন’