বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সৌদি আরব শাখার মতবিনিময়

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সৌদি আরব শাখার উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাওসোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রেমিটেন্স যোদ্ধারা যে অবদান রাখছে তার জন্য প্রবাসী বাংলাদেশীদের অধিকার রক্ষায় রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। বিমানবন্দরে প্রবাসীর উপর হামলা লজ্জাজনক ও বিব্রতকর। এ ধরনের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি সৌদি আরব শাখার উদ্যোগ মক্কা নগরীর একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রেমিট্যান্স যোদ্ধা সংগঠক নাছির খান চৌধুরী। সাংবাদিক ও সংগঠক তারেক আজিজের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবীদ রাশেদুল আমিন চৌধুরী, বক্তব্য রাখেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো: নাছির উদ্দীন, সাবেক ছাত্রনেতা মো: ইকবাল, এটিএন বাংলা টিভি সৌদি আরব প্রতিনিধি সাজেদুল ইসলাম সাজিদ, ব্যবসায়ী মো: নুরুল ইসলাম, আব্দুল রাজ্জাক। উপস্থিত ছিলেন আমির উদ্দিন, মক্কা তরুণ রেমিট্যান্স যোদ্ধা রায়হান, জিয়া উদ্দিন চৌধুরী, রিদুওয়ানুল হক আজিজ, মো: বেলাল, মো: আসিফ, মো: সাজ্জাদ সানি, মো: করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ আল্লামা গাজী শেরে বাংলার (রহ.) ওরশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-বাহরাইন বন্ধুত্বের ৫০ বছর, মানামায় জমকালো উৎসব