বাংলাদেশ ‘এ’ দলে চট্টগ্রামের দুই ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। লম্বা সফরে এই দলটি বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচের পাশাপাশি তিনটি একদিনের ম্যাচ খেলবে। এই সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। আর সে দলে রয়েছে চট্টগ্রামের দুই ক্রিকেটার। তারা হলেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু এবং স্পিনার নাঈম হাসান। বর্তমানে জাতীয় দলে রয়েছে চট্টগ্রামের দুই ক্রিকেটার। তারা হলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী রাব্বি। এ দুজন এখন ইংল্যান্ডে অবস্থান করছে। তবে চট্টগ্রামের আরেক ক্রিকেটার ইরফান শুক্কুর ঢাকা লিগে বেশ ভাল পারফর্ম করলেও তাকে নেওয়া হয়নি ‘এ’ দলে। এই দলটির অধিনায়ক করা হয়েছে সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেনকে। ঘোষিত দলে নাম না থাকলেও সাবেক টেস্ট অধিনায়ক মোমিনুল হক খেলতে পারেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজে।

যদিও এবারের প্রিমিয়ার লিগে মোমিনুল হক জানান দিয়েছেন, তাকে শুধু টেস্ট স্পেশালিস্ট ভাবাটা হবে নিছক বোকামি। সাদা বলে সীমিত ওভারের ক্রিকেটেও ভাল খেলার পর্যাপ্ত সামর্থ্য ও দৃঢ় সংকল্প আছে তার। বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন নিশ্চিত করেছেন মোমিনুল খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে। ঘোষিত দলে বেশিরভাগই জাতীয় দলে খেলা ক্রিকেটার। মূলত জাতীয় দল থেকে বাইরে থাকা ক্রিকেটারদের আবার জাতীয় দলে ফিরতে আয়োজন করা হয় ‘এ’ দলের সিরিজ। তাইতো সাদমান, সাঈফ, আফিফ, নাঈম শেখ, রেজাউর রহমান রাজা, তানভীল ইসলাম, নাঈম হাসান, জাকির হাসান, জাকির আলি অনিক, মাহমুদুল হাসান জয়দের আবার জাতীয় দলে ফিরে আসার মিশন এটি। আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ‘আন অফিসিয়াল’ টেস্ট সিরিজ। দ্বিতীয় চারদিনের আন অফিসিয়াল টেস্ট শুরু হবে ২৬ মে।

পূর্ববর্তী নিবন্ধফজলুল কবির চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআতিক কুতুবী স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু আজ