বাংলাদেশ ‘এ’ দলের শেষ ম্যাচও পরিত্যক্ত সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান শাহিনস

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৪:৫৭ পূর্বাহ্ণ

পাকিস্তানে যেন এখন চলছে বৃষ্টির মৌসুম। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেখানে। ফলে ক্রিকেট খেলা বিঘ্নিত হচ্ছে। আর এ অবস্থায় বৃষ্টিময় এক সফরের শেষটাও বৃষ্টিস্নাত হলো বাংলাদেশ ‘এ’ দলের। দুটি চার দিনের ম্যাচের পর এক দিনের ম্যাচের সিরিজেও বাগড়া বাধাল প্রকৃতি। পরপর দুই ম্যাচ হয়ে গেল পরিত্যক্ত। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে গতকাল শুক্রবার ভেসে গেছে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটিও হয়নি বৃষ্টির কারণে। তাই প্রথম ম্যাচ জেতা পাকিস্তান শাহিনসের ঘরে উঠেছে সিরিজের ট্রফি। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৩৬ ওভারে ১৮৩ রান করতে পেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। পরে উসমান খানের ঝড়ে ২৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় স্বাগতিক দল। পরের দুই ম্যাচে ফেরার প্রত্যাশা করেছিল বাংলাদেশ। কিন্তু সে দুই ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। ফলে আর ফেরা হয়নি। সেই এক ম্যাচেই সিরিজের নিষ্পত্তি হয়ে গেল। ফলে সিরিজ হেরে ফিরতে হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলকে। এর আগে দুই দলের মধ্যকার দুটি চার দিনের ম্যাচেও হানা দেয় বৃষ্টি। দুই ম্যাচ মিলিয়েও পুরো চার দিন খেলা সম্ভব হয়নি। ফলও আসেনি কোনো ম্যাচে। বৃষ্টির কারণে দুটি ম্যাচ ড্র হওয়ায় ট্রফি ভাগাভাগি করে নিতে হয় দু দলকে। দ্বিতীয় চার দিনের ম্যাচে ১১১ রান করা সাইফ হাসান পরে এক দিনের ম্যাচে খেলেন ৪৭ বলে ৫৮ রানের ইনিংস। এছাড়া চার দিনের ম্যাচটিতে প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা ১৭২ রান করেন জাকের আলি। কিন্তু ফল আনতে পারেনি নিজেদের অনুকুলে। দুটি চারদিনের ম্যাচ আর তিনটি একদিনের ম্যাচ মিলে সাত ম্যাচের এই সিরিজে শেষ হতে পেরেছে একটি মাত্র ম্যাচ। আর সে এক ম্যাচ জিতেই সিরিজ জিতে নিল পাকিস্তান শাহীনস।

পূর্ববর্তী নিবন্ধক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধচিকিৎসকের পরামর্শে টেস্ট থেকে বিরতিতে রাশিদ খান