বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট চট্টগ্রাম ক্যাম্পাসে এলামনাইয়ের আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার জাম্বুরি ‘সম্মুখ চলো’ নামে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সকালে বেলুন ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিআইএম ক্যাম্পাসের প্রাক্তন উপপরিচালক সালাউদ্দিন আহমেদ ও গেস্ট অব অনার ছিলেন প্রাক্তন উপ পরিচালক ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, ক্যারিয়ার জাম্বুরির কনভেনার আরিফ আহমদ, সদ্য প্রাক্তন সভাপতি আনওয়ারুল ইসলাম, সাইদুর রহমান মিন্টু, আবু ফয়েজ, আতাউর রহমান, মহিবুল্লাহ, মোহাম্মাদ ইব্রাহিম, সাদিয়া, প্রতীক ভট্টাচার্জি, বাসুদেব রুদ্র, প্রসূন পাল, শাহানা বেগম, সাজার উদ্দিন, শফিক রেজা ও অ্যাডভোকেট এমডি ইকবাল। সকলে যৌথভাবে এ ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে স্বাগত বক্তব্য রাখেন ক্যারিয়ার উৎসবের কনভেনর আরিফ আহমদ। তিনি বলেন, এসডিজির লক্ষ্যকে সামনে রেখে এ এলামনাই ডেমোগ্রাপিক ডিভিডেন্টকে কাজে লাগানোর জন্য দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময়ে শুভেচ্ছা বক্তব্যে বিআইএমএএসসির সভাপতি বলেন, এ সংগঠন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্যে মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি আশা করছি আপনারা যে অগ্রযাত্রা আরম্ভ করেছেন তা অবশ্যই চলমান রাখাবেন। এ ধরেনর ক্যারিয়ার উৎসব জাতীয় ক্ষেত্রে অনেক অবদান রাখবে বলে আশা করছি। উৎসব উদ্বোধনকালে নতুন ওয়েবসাইটের ঘোষণা দেয়া হয় ও ক্যারিয়ার উৎসব উপলক্ষে ‘বন্ধন’ নামে প্রকাশিত স্মরণিকা অতিথিদের ও ইসির হাতে তুলে দেয়া হয়। পরে অতিথিরা ক্যারিয়ার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ক্যারিয়ার মেলা চলাকালীন সময়ে ক্যারিয়ার গ্রুমিং বিভিন্ন সেশন ও মক ইন্টারভিউ সেশন অনুষ্টিত হয়। এতে অংশ নেন চট্টগ্রামের স্বনামধন্য বিশেষজ্ঞ পেশাজীবীরা। প্রেস বিজ্ঞপ্তি।