বাংলাদেশ ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত

| শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। গত বুধবার সংস্থাটির ৪২তম সাধারণ সম্মেলনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশ নির্বাচিত হয়। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্বাচনে দুই বছর পর বাংলাদেশ আবার ২০২৩২৭ মেয়াদে বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হলো। শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ইউনেস্কোতে বাংলাদেশের বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে আমাদের গভীর সম্পৃক্ততা ও কূটনৈতিক অগ্রগতিরই ফল। দীপু মনি ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। খবর বাসসের।

তিনি বাংলাদেশকে সমর্থন করার জন্য ইউনেস্কোর সকল সদস্য রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কঠোর পরিশ্রম ও সংস্থাটির সাথে কূটনৈতিক সম্পৃক্ততা বজায় রাখার জন্য ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলের কাজে ব্যবহৃত ৭০ শতাংশই রুবি সিমেন্ট
পরবর্তী নিবন্ধঅভিযুক্তদের যুক্তি উপস্থাপন ২০ নভেম্বর