বাংলাদেশ আ-আম জনতা পার্টি এখন ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ আআম জনতা পার্টির নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ আম জনগণ পার্টি।’ দলটির দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম স্বাক্ষরিত গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আআম জনতা পার্টি আত্মপ্রকাশ করে। দলটির সঙ্গে অন্য আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় তাদের অনুরোধে ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’ নামে নতুন এই দলের নামকরণ করা হয়। গত বুধবার বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই দলের নাম পরিবর্তন হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধজুলাই স্মৃতি ফাউন্ডেশনের পদ ছাড়লেন স্নিগ্ধ
পরবর্তী নিবন্ধচকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ