মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন এর ব্যবস্থাপনায় ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠাতব্য মহাসমাবেশ সফলকল্পে চট্টগ্রাম জেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর উদ্যোগে এক সভা গত সোমবার চেরাগি মোড়স্থ সালমা ভবন ২য় তলায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এইচ এম মুজিবুল হক শাকুর, এস এম আব্দুল করিম তারেক, মাস্টার আনোয়ারুল আজিম, হাসান মাসুদ মেম্বার, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, স ম শওকত আজিজ, লায়ন মোহাম্মদ এমরান, ডা. হাসমত আলী তাহেরী, আবদুল মালেক আশরাফি, আনিসুর রহমান, এস এম আবু ছাদেক ছিটু, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা, সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ ইউসুফ কবির, রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফোরকান, তারেক বিন আহমদ প্রমুখ।
সভাপতি ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে সুন্নী জনতাকে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আহবান জানিয়েছেন। সভায় মহাসমাবেশ সফলকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।