আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত খেলায় আফগানদের বিপক্ষে দাপুটে ফুটবল খেললেও গোল মিসের মহড়ায় জয়বঞ্চিত হয়েছে লাল–সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের ফিনিংশিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। ম্যাচের প্রথম বড় সুযোগটা বাংলাদেশের সামনে। ২২তম মিনিটে শেখ মোরসালিনের বাড়ানো বল রাকিব হোসেন প্রতিপক্ষ বক্সে অনেকটা ফাঁকায় পেয়ে যান। তবে সে যাত্রায় তাকে আটকান মুসাওয়ের আহাদি। এরপর বক্সের পাশে একাধিক ফ্রি কিক পেয়েছে বাংলাদেশ। কাজে লাগাতে পারেনি একটিও। তাই গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু অনেক আক্রমণই ব্যর্থ হয়। তাই গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি।