চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। পরিষদের আহ্বায়ক সন্তোষ রঞ্জন দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দন দস্তিদার। চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সঞ্জয় সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক তপন চক্রবর্তী, সাংবাদিক রতন কান্তি দেরাশীষ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
বিশেষ বক্তা ছিলেন সাংবাদিক প্রীতম দাশ, সাংবাদিক রাহুল দাশ নয়ন, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য উৎপল সেন। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য পরিমল দত্ত। বক্তব্য রাখেন প্রদীপ চৌধুরী, হারাধন দাশ, শিবলু কুমার দাশ, শ্যামল দাশ রানা, উজ্জ্বল কুমার দে, দুলাল মল্লিক, ডা. মো. আইয়েস, স্বপ্না সিকদার, লিটন মিত্র, উজ্জ্বল বরণ বিশ্বাস, দিপাল পাল, আচল চক্রবর্ত্তী, ডা. কৃষ্ণ কান্তি দাশ, দিলীপ তালুকদার প্রমুখ।
সভা শেষে সন্তোষ রঞ্জন দাশ গুপ্তকে সভাপতি, সঞ্জয় সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনায় পরিচালিত একটি রাষ্ট্র। আমরা যারা প্রধানমন্ত্রীর তৃণমূল পর্যায়ে নেতাকর্মী আছি সবসময় সকল সম্প্রদায়ের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানের জন্য কাজ করে যাচ্ছি। দক্ষিণ জেলা পূজা পরিষদের যে কোন কর্মকান্ডে আগামীতে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।











