বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভা

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১১:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যনির্বাহক কমিটির মাসিক সভা ১৯ সেপ্টেম্বর স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ড.জ্যোতি প্রকাশ দত্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন চ্যাপ্টারের সহ-সভাপতি প্রফেসর ড. আবুল হোসাইন, সাংবাদিক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক জহিরুল হক স্বপন, বিদ্যুৎ কান্তি নাথ ও এস এম আবু যাকের। এতে আলোচনায় অংশ নেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্য মনসুর এম ওয়াই চৌধুরী।
চ্যাপ্টারের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সহসা ‘রপ্তানিমুখী পোশাক শিল্পের ওপর কোভিড ১৯ এর প্রভাব, প্রেক্ষিত চট্টগ্রাম অঞ্চল’- ভার্চুয়াল অর্থনৈতিক সংলাপ এবং ‘আয় বৈষম্য, দারিদ্র্য ও অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী ভার্চুয়াল সেমিনারের ওপর আলোকপাত করা হয়। অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এটিএম কামরুদ্দিন চৌধুরী সবাইকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়িক উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিটের অনুমতি দেয়নি সরকার : জাফরুল্লাহ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে আট কয়লাবিদ্যুৎ কেন্দ্রে বায়ু দূষণ নিয়ে সতর্কতা