বাংলাদেশ অধিনায়ক বললেন দেশের জন্য জিতে খুব ভালো লাগছে

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটিংয়ে আর নেতৃত্বে দুর্দান্ত করে চলেছেন আজিজুল হাকিম। তবে সেমিফাইনাল ম্যাচের ওজন তো একটু বেশিই। এই ম্যাচে ব্যাটেবলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ, অধিনায়ক নিজে আরও একবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বুক চিতিয়ে, তার ভালো লাগার তীব্রতাও তাই যেন একটু বেশি। ফাইনালে ভারতের বিপক্ষেও দারুণ কিছু করার প্রত্যায় জানিয়ে রাখলেন তিনি। যুব এশিয়া কাপের সেমিফাইনালে গতকাল শুক্রবার পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে তিনি বলেণ আমরা ম্যাচটা জিতেছি ভালো লাগছে। আজকে যে ইনিংসটি খেলেছি ভালো লাগছে। দলের জন্য খেলেছি, দেশের জন্য জিতেছি, খুব ভালো লাগছে। ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের সর্বশক্তি দিয়েই যাব। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে টপসয়েল কাটায় অর্ধ লক্ষ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধভাগ্যের ওপর সবকিছু সঁপে দিয়েছেন জাহানারা