বাংলাদেশে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত হওয়ার ঘটনায় নিজের উদ্বিগ্নতার কথা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় অতিরিক্ত বলপ্রয়োগ এবং নির্বিচারে আটক করা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। ৩০ অক্টোবর নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব তথ্য জানিয়েছেন। খবর বাংলানিউজের।

আরেক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আমরা এখনও মনে করি, নির্বাচনের আগে শান্ত থাকা এবং সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে শ্রদ্ধা থাকা জরুরি। তবে আমি মনে করি না, আমরা কেউ নির্বাচন নিয়ে এখনই মতামত দিতে প্রস্তুত।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র : মিলার