বাংলাদেশে মহামারীর চতুর্থ ঢেউয়ের ঝুঁকি থাকলেও ‘অনেকেই’ করোনাভাইরাসের টিকা পাওয়ায় এবং হার্ড ইমিউনিটি ‘তৈরি হওয়ায়’ তীব্র ‘হবে না’ বলে মনে করছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা- সিডিসি। খবর বিডিনিউজের।
গতকাল বুধবার রাজধানীর আমেরিকান সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর নিলি কায়ডোস ড্যানিয়েলস বলেন, চতুর্থ ঢেউ আসলেও তা তীব্র নাও হতে পারে। তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর চতুর্থ ঢেউয়ের ঝুঁকি আছে। তবে সেই ঢেউ শুরু হলেও তা আগের ঢেউগুলোর তুলনায় তীব্র বা প্রবল না হওয়ার সম্ভাবনাই বেশি। ইতোমধ্যে বহু মানুষের দেহে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে বলে ধরে নেওয়া যায়। এছাড়া বহু মানুষ ইতোমধ্যে করোনার টিকা পেয়েছেন। সে কারণে মহামারীর চতুর্থ ঢেউ এলেও তা তীব্রতর হওয়ার শঙ্কা কম।
তবে মহামারী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখার পরামর্শ দিয়ে সিডিসির কান্ট্রি ডিরেক্টর নিলি কায়ডোস বলেন, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।