বাংলাদেশে ফিরছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপের পর আর দেখা যায়নি বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে। কিন্তু বিসিবির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। মাঝে কাটিয়েছিলেন পরিবারের সঙ্গে ছুটি। এবার ফেরানো হচ্ছে তাকে। বাংলাদেশে আসার পর হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেম্প। এরপর জাতীয় দলের ব্যাটিং কোচ হন তিনি। তবে বিশ্বকাপের পর আর দেখা যায়নি তাকে। ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবার ফেরানো হচ্ছে তাকে। জানা যায়, নতুনভাবে ফের এইচপি ইউনিটের দায়িত্ব নেবেন তিনি। তবে ঠিক কবে বাংলাদেশে আসবেন হেম্প, এই ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসর্দার বাহাদুর নগর সমাজকল্যাণ পরিষদের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধ১৭ মার্চ বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী