কাতার থেকে শনিবার মধ্যরাতে দেশে ফেরার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে দলের সঙ্গে ফিরছেন না প্রধান কোচ জেমি ডে। তিনি ইংল্যান্ডে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। করোনাভাইরাসের কারণে বাছাই স্থগিত থাকায় গত মার্চ থেকে ইংল্যান্ডে ছুটিতে ছিলেন ডে। কাতার ম্যাচ সামনে রেখে গত ২৯ অক্টোবর ঢাকায় ফিরে যোগ দেন আগে থেকে শুরু হওয়া ক্যাম্পে। বাছাইয়ের ম্যাচ শেষের পর আবারও ‘ছুটিতে’ যাচ্ছেন এই ইংলিশ কোচ। ডের মতো সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসও কাতার থেকে ইংল্যান্ডে যাবেন। কবে নাগাদ তারা ঢাকায় ফিরবেন, তা পরে জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।