বাংলাদেশে প্রথম ইলেকট্রিক পাওয়ার টিলারের যাত্রা শুরু

| মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

দেশের প্রথম বৈদ্যুতিক পাওয়ার টিলার চালু করেছে বৈশ্বিক পরিবেশবান্ধব কৃষি সমাধানে কাজ করে আসা ফার্মার্স মার্কেট এশিয়া এবং ক্যাসেটেক্স। বৈদ্যুতিক পাওয়ার টিলারটি কৃষকদের জ্বালানির খরচ ৬০% কমিয়ে দেবে, যা তাদের ফসল উৎপাদনে পুনঃবিনিয়োগের সুযোগ তৈরি করবে। এছাড়া, ব্যাটারিসোয়াপিং প্রযুক্তি কৃষকদের বিরতিহীনভাবে কাজ করার সুবিধা দেবে। ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিক জ্বালানি ব্যবহার করলে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পথ উন্মুক্ত করবে। এটি বাংলাদেশের পরিবেশগত লক্ষ্য অর্জনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এই অঞ্চলের টেকসই কৃষির জন্য একটি শক্তিশালী উদাহরণ স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

ঢাকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সিবিশন অন ইলেক্ট্রিক ভেহিক্যাল অ্যান্ড মবিলিটি ইন্ডাস্ট্রি (বিইভিএমএঙ) ২০২৪এ এই পাওয়ার টিলারের উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে দেশের প্রথম ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক ক্যাসেটেঙ পাওয়ার টিলারসহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন পণ্যের প্রদর্শন করে। ব্যাটারি সোয়াপিং প্রযুক্তির সাহায্যে তৈরি এই বৈদ্যুতিক পাওয়ার টিলারটি কৃষকদের সাশ্রয়ী মূল্যে ব্যাটারি ভাড়ার সুবিধা প্রদান করে, যাতে তারা তাদের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে।

ক্যাসেটেক্সের কোফাউন্ডার ও চিফ টেকনোলজি অফিসার গোপাল কুমার মহত এবং ফার্মার্স মার্কেট এশিয়ার ফাউন্ডার ও এমডি তারিকুল ইসলামের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, ইন্ডাস্ট্রির নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট উদ্ভাবক এবং ক্যাসেটেঙের কোফাউন্ডার ও চিফ বিজনেস অফিসার তৌসিফ আনোয়ার; কোফাউন্ডার ও চিফ এঙিকিউটিভ অফিসার আহমদ আদ এবং ফার্মার্স মার্কেট এশিয়ার হেড অব স্ট্রাটেজি মনজুর রাকিব ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে শান্তি ফেরাতে সমপ্রীতির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১