বাংলাদেশে পাবজি-ফ্রি ফায়ার বন্ধই থাকবে : হাই কোর্ট

| বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি গেম বন্ধের আদেশ প্রত্যাহার চেয়ে গেম পরিচালনাকারী সিঙ্গাপুরের কোম্পানির করা আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। এর ফলে পাবজি-ফ্রি ফায়ারসহ অনলাইনের বিপজ্জনক সব গেম বন্ধে হাই

কোর্টের আগের আদেশই বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। সিঙ্গাপুরের কোম্পানি প্রঙ্মিা বেটা প্রাইভেট লিমিটেডের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ গতকাল বুধবার তা খারিজ করে আদেশ দেয়। আদালতে প্রঙ্মিা বেটার পক্ষে ছিলেন আইনজীবী সামির সাত্তার। রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। খবর বিডিনিউজের।

রিটকারীর আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, আদালতের এ আদেশের ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে পাবজি নিষিদ্ধই থাকবে। প্রঙ্মিা বেটার পক্ষে তাদের আইনজীবী আদালতে যুক্তি দেন, বাংলাদেশে গেমটি নিষিদ্ধ করার কারণে সারা বিশ্বে তাদের কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে। ইউনিসেফের একটি প্রতিবেদন তুলে ধরে তারা বোঝানোর চেষ্টা করেন, পাবজি খেলে শিশুদের কোনো ক্ষতি হয় না। ভারতসহ অন্যান্য দেশে পাবজি চালু আছে।

পূর্ববর্তী নিবন্ধড. জামাল নজরুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবৈঠক নিয়ে বিএনপির বক্তব্যে অসন্তুষ্ট জার্মান রাষ্ট্রদূত