নগরীর তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ চট্টগ্রামে সাউথ আফ্রিকার অনারারি কনস্যুল জেনারেল ও জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মো. সোলায়মান আলম শেঠের সাথে গতকাল বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি লেজলি রিচার্ডসের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম, রিজিওনাল প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান, চট্টগ্রামের রিজিওনাল অফিসার সদরুল আমিন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর জাতীয় পার্টি সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল। সোলায়মান আলম শেঠ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে লেজলি রিচার্ডসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বৈঠকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চিফ অফ পার্টি লেজলি রিচার্ডসের সাথে বাংলাদেশের চলমান রাজনীতি, দেশের সার্বিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন। লেজলি রিচার্ডস বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালও চায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিয়ে বিশ্বের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রেস বিজ্ঞপ্তি।