বাংলাদেশে খেলবে ভারত-অস্ট্রেলিয়ার মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

আগামী জুন থেকে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় মৌসুম শুরু হচ্ছে। ১ জুন পাকিস্তান ও শ্রীলংকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে যেটি মাঠে গড়াবে। বাংলাদেশ প্রথমবারের মতো এই লড়াইয়ে নামতে যাচ্ছে।

এবারের চক্রে প্রথমবার সুযোগ পাওয়া বাংলাদেশসহ বাকি ৯ দলের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ভারতের মতো দলের বিপক্ষে প্রথমবার ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশ দল ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে আটটি সিরিজ খেলবে। ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ১০ দল উইমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। ১০ দলের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

স্বাগতিক দল ছাড়া চ্যাম্পিয়নশিপ থেকে ৫ দল ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। প্রথম দুই সংস্করণে দল ছিল আটটি করে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ ও ১০ নম্বরে থাকায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড সুযোগ পাওয়ায় এবারের চ্যাম্পিয়নশিপ হবে ১০ দলের।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দফায় বাংলা টাইগার্স ক্যাম্পে ডাকা হলো যাদের
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বাস্কেটবল দলের জার্সি উম্মোচন