বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় মিয়ানমারের বিপক্ষে আফগানদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের সূচি পিছিয়ে গেছে। তাই আগামী মাসে আর আসছে না আফগানিস্তান দল। ফলে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিও বাতিল হয়ে গেছে। আগামী ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়ার কথা ছিল আফগানিস্তান–মিয়ানমারের বাছাইয়ের ম্যাচটি। এর আগে ১৩ নভেম্বর আফগানদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। শেষ মুহূর্তে এসে দুটি সূচিই আপাতত ‘বাতিল’ হয়ে গেল। বাংলাদেশ পুরুষ জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর পেছনের কারণ অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি তিনি। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমারের বিপক্ষে বাছাইয়ের ম্যাচটি তারা খেলতে চায় আগামী বছরের মার্চে। আর একারণেই এই উইন্ডোতে বাংলাদেশে আসবে না তারা। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজনের মতো অবকাঠামো না থাকার কারণেই মূলত মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ বাংলাদেশে খেলতে চেয়েছিল আফগানিস্তান। আর সেটা হলে, ‘নিরপেক্ষ হোম ভেন্যু’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পদার্পণ ঘটত। আপাতত সেই সম্ভাবনা ভেস্তে গেল। পরিবর্তিত সূচিতে আগামী মার্চে আফগানিস্তান–মিয়ানমার ম্যাচটি বাংলাদেশে হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি আমের খান। এশিয়ান কাপ বাছাইয়ে পরের ম্যাচে আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ ঘরের মাঠে খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচটির জন্য প্রস্তুত হতেই মূলত আফগানদের বিপক্ষে খেলার ইচ্ছা ছিল বাংলাদেশের। সেখানে এখন নেপালের বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন আমের খান।












