বাংলাদেশের টায়ার বাজারের অগ্রগামী প্রতিষ্ঠান ইস্টার্ন মটরস লিমিটেড (ইএমএল) সমপ্রতি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ব্রিজস্টোন এম৭৫১এইচএল হেভি লোড ট্রাক টায়ার উদ্বোধন করেছে। অনুষ্ঠানে ব্রিজস্টোন কর্পোরেশন এবং ইস্টার্ন মটরস লিমিটেড–এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫০ সালে ব্রিজস্টোন, জাপান ইস্টার্ন মটরস লিমিটেডকে বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ করে, যার মাধ্যমে শুরু হয় একটি দীর্ঘ ও সফল ব্যবসায়িক অধ্যায়। সময়ের পরিক্রমায় ইএমএল বাংলাদেশের টায়ার বাজারে অসামান্য সাফল্য অর্জন করে এবং বর্তমানে এটি উত্তরা গ্রুপ অব কোম্পানিজের একটি সুনামধন্য অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।
ইস্টার্ন মটরস লিমিটেডই প্রথম বাংলাদেশে ব্রিজস্টোন রেডিয়াল টায়ার বাজারজাত করে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের রেডিয়াল টায়ার মার্কেটের পথিকৃৎ হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে ইএমএল সারাদেশব্যাপী শক্তিশালী ডিলার ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে বাস ও প্রাইভেটকার সেগমেন্টে শীর্ষ বিপণনকারী হিসেবে সফলভাবে কাজ করছে। নতুন এম৭৫১এইচএল হেভি লোড ট্রাক টায়ার উদ্বোধনের মাধ্যমে ব্রিজস্টোন ও ইস্টার্ন মটরস লিমিটেড আশাবাদী যে, বাংলাদেশের ভারী পরিবহন খাতে আরও দক্ষতা, নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করবে এই উন্নতমানের টায়ার। প্রেস বিজ্ঞপ্তি।