বাংলাদেশে আসতে প্রস্তুত শ্রীলঙ্কা দল এখন অপেক্ষা মন্ত্রীর অনুমোদনের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:২৫ পূর্বাহ্ণ

শ্রীলংকার আভ্যন্তরীণ অবস্থা একেবারেই নাজুক। দেশটি এখন নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বিক্ষোভ এখন দেশটির নিয়মিত চিত্র। এমন কঠিন পরিস্থিতিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কয়েকদিন পরেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

ইতোমধ্যে ১৮ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এখন অপেক্ষা শুধু ক্রীড়ামন্ত্রীর অনুমোদনের। সে অনুমোদন পেলেই লংকান ক্রিকেট দল বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে। লঙ্কান সংবাদমাধ্যম ‘ডেইলি নিউজ’ চূড়ান্ত ১৮জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। পিঠে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পাথুম নিশাঙ্কা। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন ওশাদা ফার্নান্দো।

দলে জায়গা পাওয়া সবাইকে ২৫ থেকে ২৭ এপ্রিল ফিটনেস পরীক্ষা দিতে হবে। কেউ ব্যর্থ হলে তাকে বাদ দিয়ে প্রাথমিক দল থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। আগামী ৮ মে বাংলাদেশে আসার কথা রয়েছে লঙ্কান টেস্ট দলের। এদিকে দেশটির সংবাদমাধ্যম আরও জানায়, ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পেস বোলিং কোচ হিসেবে কাজ করতে অনীহা প্রকাশ করেছেন সদ্য নিয়োগকৃত সাবেক পেস বোলার চামিন্দা ভাস। তার জায়গায় হাইপারফরম্যান্স ইউনিটের পেস বোলিং কোচ দর্শনা গামাগে বাংলাদেশ সফরে দলের সাথে পেস বোলিং কোচ হিসেবে থাকবেন।

আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় মিরপুরে ২৩ মে থেকে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অবশ্য টেস্ট সিরিজ শুরুর আগে বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লংকানরা। যদিও প্রথমে সে প্রস্তুতি শ্যাচটির ভেন্যু ছিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। কিন্তু সেখান থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় বিকেএসপিতে।

এদিকে বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কা স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিল মিশারা, রোশন সিলভা, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, কাসুন রজথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভীন জয়াবিক্রমে, লাসিথ এম্বুলদেনিয়া ও সুমিদা লক্ষণ।

পূর্ববর্তী নিবন্ধআইসোলেশনে দিল্লির কোচ রিকি পন্টিং
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পেলে